• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৩৮

সৌদি আরবে ওয়াশিংটন-মস্কো আলোচনায় আমন্ত্রণ পায়নি কিয়েভ

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : ওয়াশিংটন ও মস্কোর প্রতিনিধিদের মধ্যে আগামী দিনগুলোতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এমনটাই বলেছেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন। শীর্ষ কূটনীতিকরা ‘সম্ভাব্য উচ্চ পর্যায়ের রুশ-আমেরিকান শীর্ষ সম্মেলনের প্রস্তুতি’নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। আলোচনায় কিয়েভকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই, কোনো আমন্ত্রণপত্র নেই। এই ফর্ম্যাটে যদি আমাদের এবং আমাদের কৌশলগত অংশীদারদের মধ্যে কোনো আলোচনা না হয়, তাহলে আমার কাছে এটি অদ্ভুত বিষয় হবে। ফঙ্ নিউজের প্রতিবেদক নানা সাজাইয়া নাম প্রকাশে অনিচ্ছুক কিয়েভের এক ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন, সৌদি আরবে আসন্ন মার্কিন-রাশিয়া আলোচনায় ইউক্রেনীয় পক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি বা সে সম্পর্কে অবহিত করা হয়নি। পলিটিকোর মতে, অন্যান্য প্রধান ইউরোপীয় শক্তির প্রতিনিধিদেরও আলোচনায় যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, ইউরোপীয় কর্মকর্তাদেরও বৈঠক নিয়ে কিছু অবহিত করা হয়নি। কিয়েভ এবং তার পূর্ববর্তী মার্কিন প্রশাসনসহ পশ্চিমা সমর্থকরা দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলে আসছে, ইউক্রেনের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নিতে হলে, কিয়েভের সরাসরি অংশগ্রহণ ছাড়া কোনো আলোচনা হওয়া উচিত নয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com