শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

প্রতিনিধি: / ২৩৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাত সন্দেহে পিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কলমুগড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন। নিহতরা হলেন ভোলাহাট উপজেলার মান্নুমোড় এলাকার হাবিবুর রহমানের ছেলে জাহাঙ্গীর ও ইয়াকুব আলী। স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকাপয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। পরে ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও তার ভাই ধরা পড়ে। সেখানেই পিটুনিতে তারা মারা যান। ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান জানান, জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার ওপর ডাকাতি করে পালানোর সময় পিটুনিতে দুজনের মৃত্যু হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর