সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চাঁপাইনবাবগঞ্জে ধান ক্ষেতে মিলল ৯টি রাসেল ভাইপার

প্রতিনিধি: / ১৯৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। পরে সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে ঘটনাটি ঘটে। কৃষক ইব্রাহিম হোসেন জানান, তিন দিন আগে তার জমির ধান কেটে গুচ্ছ করে আঁটি বেঁধে জমিতে ফেলে রাখে শ্রমিকরা। গতকাল মঙ্গলবার সকালে তার শ্রমিকরা কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়। পরে শ্রমিকরা সবগুলো সাপ মেরে ওখানেই পুঁতে ফেলেন। শ্রমিক সৈবুর রহমান জানান, ধানের জমিতে একটি ধানের আঁটি তুলতে গিয়ে প্রথমে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে মারতে থাকেন এ সময় আরও আটটি সাপ বের হয়ে আসে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা এবং আশপাশে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে এসে সবগুলো সাপ মেরে ফেলেন। অপর প্রত্যক্ষদর্শী শ্রমিক ইসমাইল জানান, পরপর নয়টি সাপ ধানের জমিতে দেখার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠি দিয়ে সবকয়টি সাপ মেরে ফেলেন তারা। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়। এ ব্যাপারে পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোনো প্রজাতির তা জানা সম্ভব হয়নি।

 

 

 


এই বিভাগের আরো খবর