• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৬:৩৭

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি নিহত

প্রতিনিধি: / ৮৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিদেশ : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল। আইডিএফ বলেছে, লেবানন সীমান্তের মাউন্ট ডোভ এলাকায় হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এক ইসরাইলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে নিহত ওই ব্যক্তির নাম শরিফ সুয়াদ বলে জানিয়েছে। তিনি কারমিলের সাল্লামার বাসিন্দা ছিলেন। আইডিএফ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় সুয়াদ মাউন্ট ডোভ এলাকায় সামরিক বাহিনীর ‘অবকাঠামো নির্মাণ’ কাজে জড়িত ছিলেন। হিজবুল্লাহ জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে মাউন্ট ডোভ এলাকায় আইডিএফের দুটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লেবাননের গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, হামলার পর পাহাড়ে একটি বিস্ফোরণ ঘটেছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দাবি জানিয়েছে, যেকোন জিম্মি চুক্তি করতে চাইলে ইসরাইলকে গাজা যুদ্ধ শেষ করতে হবে। এ ক্ষেত্রে মার্কিন চাপের দ্বারা প্রভাবিত হবে না বলেও জানায় সংগঠনটি। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরাইলের কাছে বন্দি ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির জন্য যেকোনো চুক্তির অংশ হিসেবে গাজা যুদ্ধ শেষ করতে হবে নেতানিয়াহু সরকারকে। এ সময় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহরি বলেন হামাসের উপর মার্কিন চাপের ‘কোন মূল্য নেই’। এর আগে বৃহস্পতিবার সকালে হামাসকে অবিলম্বে ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর থেকে তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়া এবং আলোচনার টেবিলে থাকা যুদ্ধবিরতি চুক্তি মেনে নেয়ার আহŸান জানিয়েছে ১৮টি দেশের একটি দল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com