মো. আল আমিন শেখ: বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
ছাত্রলীগ কেন্দ্র ঘোষিত সারা দেশে তাপদাহ নিরশনে ও এসডিজি বাস্তবায়নে ১০ দিনে ৫ লক্ষ বৃক্ষ রোপনের নির্দেশনা অনুযায়ী মোরেলগঞ্জে ছাত্রলীগের নেতা-কর্মীরা মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।
এ বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এস,এম মহিদুজ্জামান মহিদ, সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী পরাগ, ছাত্রলীগ নেতা মো. শিমুল খলিফা, আব্দুল্লাহ, নাঈম, ফুয়াদসহ ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ।
এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি এস,এম মহিদুজ্জামান মহিদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ পৌর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে। পরবর্তীতে ইউনিয়ন পর্যায়েও ধারাবাহিক ভাবে এ বৃক্ষ রোপন কর্মসূচি অব্যাহত থাকবে।
https://www.kaabait.com