• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:১৮

পুলিশ লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট নিল

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪

স্পোর্টস: প্রিমিয়ার ফুটবল লিগের খেলা এখনো চলছে। তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় বসুন্ধরা কিংস। গত রোববার নিজের মাঠে ট্রফি উদযাপনের উৎসবের প্রস্তুতি নিয়ে পুলিশের বিপক্ষে নেমে ছিল কিংস। প্রথমার্ধে এমফনের গোলে ১-০ তে এগিয়ে থাকা কিংসের জালে ৫০ মিনিটে মাহদী ও ৬৯ মিনিটে মারিলোর গোল করে এগিয়ে যায় (২-১) পুলিশ। ৭১ মিনিটে আবার ডরিয়েলটনের গোলে হার বাঁচায় বসুন্ধরা কিংস, ২-২। রহমতগঞ্জ ও শেখ রাসেলের বিপক্ষে ম্যাচ বাকি। তার আগেই ট্রফি উদযাপন রাঙ্গিয়ে তুলল বসুন্ধরা কিংস। রাতে খেলা শেষে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন লিগের ট্রফি তুলে দেন কিংসের হাতে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com