• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৪৭

‘পন্টিং-ল্যাঙ্গারকে কোচ হওয়ার প্রস্তাব সঠিক নয়’

প্রতিনিধি: / ৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪

স্পোর্টস: ভারতের প্রধান কোচ হতে রিকি পন্টিংকে প্রস্তাব দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করেছেন জয় শাহ। বিসিসিআই সচিবের দাবি, ওই পদের জন্য বোর্ডের পক্ষ থেকে কোনো সাবেক অস্ট্রেলিয়ানের সঙ্গে যোগাযোগ করা হয়নি। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর ধারণা আছে, এমন কাউকে খোঁজার কথা বলেছেন তিনি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নেন দ্রাবিড়। তার প্রথম চুক্তির মেয়াদ শেষ হয় গত ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। বিসিসিআইয়ের অনুরোধে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত রয়ে যান তিনি। এরপর আর চুক্তি নবায়ন করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন ভারতের এই ব্যাটিং গ্রেট। নতুন কোচের সন্ধানে থাকা বিসিসিআই আগেই বিজ্ঞাপন দিয়েছে। আগামী সোমবার পর্যন্ত আবেদন করার সুযোগ আছে। তবে নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে বোর্ড। দেশটির সাবেক ব্যাটসম্যান ও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতাম গাম্ভিরকে তারা কোচ হিসেবে চান বলে খবর প্রকাশিত হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমে। এছাড়াও চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক নিউ জিল্যান্ড অধিনায়ক স্টিভেন ফ্লেমিং এবং লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কোচ, অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রতিও আগ্রহ আছে তাদের। আইসিসি রিভিউয়ে বৃহস্পতিবার পন্টিং তো সরাসরি বলেছেন, তার সঙ্গে আলোচনা করেছে বিসিসিআই। কিন্তু নানা কারণে তিনি আপাতত দায়িত্বটি নিতে আগ্রহী নন। পন্টিংয়ের সাবেক সতীর্থ ল্যাঙ্গারও বলেছেন, ভারতের কোচের দায়িত্বের প্রতি অনাগ্রহের কথা। এসব খবর ছড়ানোর পর শুক্রবার বিবৃতি দিয়ে জয় শাহ বলেন, ভুল তথ্য ছড়ানো হচ্ছে। “আমি কিংবা বিসিসিআই অস্ট্রেলিয়ার কোনো সাবেক ক্রিকেটারের সঙ্গে কোচিংয়ের প্রস্তাব নিয়ে যোগাযোগ করিনি। কিছু সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভুল।” কেমন যোগ্যতা সম্পন্ন কোচ খুঁজছেন তারা, এরপর সেটাও তুলে ধরেন বিসিসিআই সচিব। “আমরা এমন কোচদের খুঁজছি, যারা ভারতীয় ক্রিকেট কাঠামো সম্পর্কে গভীর ধারণা রাখে এবং পর্যায়ক্রমে উপরের সারিতে উঠে এসেছে।” তিন সংস্করণের জন্য একজন কোচ খুঁজছে ভারত, যার মেয়াদ হবে আগামী জুলাই থেকে ২০২৭ সালের শেষ পর্যন্ত, অর্থাৎ চুক্তি করতে হবে সাড়ে তিন বছরের জন্য।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com