• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪৭

তিউনিসিয়ার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : তিউনিসিয়ার প্রেসিডেন্ট বুধবার অর্থমন্ত্রী সিহেম বোঘদিরিকে বরখাস্ত করেছেন এবং বিচারক মিছকাত খালদিকে নতুন অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। তিউনিস থেকে এএফপি এ খবর জানায়। মিছকাত স্লামা খালদি দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন বলে গতকাল বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের দপ্তর ঘোষণা দেয়। সামাজিক মাধ্যম ফেসবুকে কার্থেজ প্যালেসে প্রেসিডেন্টের কাছে খালদির শপথ গ্রহণের ছবিও প্রচারিত হয়েছে। বোঘদিরি ২০২১ সাল থেকে অর্থমন্ত্রী পদে ছিলেন। নতুন অর্থমন্ত্রী আত্মসাৎকৃত সরকারি তহবিল পুনরুদ্ধারের জন্য একটি জাতীয় কমিশনের নেতৃত্ব দেন। প্রেসিডেন্টের দপ্তর আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি। উত্তর আফ্রিকার দেশটির সরকারি অর্থব্যবস্থা বর্তমানে তীব্র সংকটের মুখোমুখি। গত দুই বছর ধরে দেশটিতে দুধ, চিনি ও ময়দার মতো মৌলিক চাহিদাসম্পন্ন জিনিসপত্রের বিক্ষিপ্ত ঘাটতি দেখা দিয়েছে। সমপ্রতি দেশটিতে রান্না এবং গরম করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত গৃহস্থালীর গ্যাস সিলিন্ডারেরও ঘাটতি দেখা দিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com