• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:২৮

কসোভোর প্রবাসীরা ভোট দিতে দেশে ফিরছেন

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : কসোভোর রাজধানী প্রিস্টিনার বিমানবন্দরে গতকাল রোববার নির্বাচনে ভোট দিতে আসা প্রবাসীদের ঢল নামে। তারা ফিরে আসায় সেখানে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। কসোভো থেকে এএফপি জানায়, বিদেশে বসবাসকারী নাগরিকদের ভোট গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে বলে আশা করছে শাসক দল। গত শনিবার সন্ধ্যায় প্রিস্টিনা বিমানবন্দরের আগমন কক্ষে ক্ষমতাসীন ভেটেভেন্ডোসজে (ভিভি) দলের সমর্থকরা তাদের অভ্যর্থনা জানাতে ভিড় জমায়। তারা অপেক্ষমাণ পরিবারের সদস্যদের আলিঙ্গন করে এবং প্রধানমন্ত্রী আলবিন কুর্তির পক্ষে অভ্যর্থনা জানিয়ে স্লোগান দেয়। সংসদ নির্বাচনের আগে ইউরোপের বিভিন্ন স্থান থেকে বাণিজ্যিক বিমান এবং চার্টার্ড বাস বুক করে ক্ষমতাসীন ভিভি দল। কসোভোতে প্রায় ১৬ লাখ মানুষ বাস করে। দেশটির আনুমানিক আরো ৮ লাখ মানুষ বিদেশে বসবাস করে। যাদের বেশিরভাগই জার্মানি ও সুইজারল্যান্ডের প্রবাসী। ১৯৯০-এর দশকের শেষের দিকে সার্বিয়া থেকে স্বাধীনতার জন্য কসোভোর ধ্বংসাত্মক যুদ্ধ থেকে পালিয়ে দেশটির অনেকেই প্রথমে শরণার্থী হিসেবে বিদেশে চলে যায়, এরপর উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে বিপূল সংখ্যক অভিবাসী বিদেশে পারি জমায়। গত বছর পরিচালিত সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, ২০১১ সালে পরিচালিত সর্বশেষ জরিপের পর থেকে কসোভোতে প্রায় ২লাখ বাসিন্দা কমেছে যা এর জনসংখ্যার প্রায় ১২ শতাংশ। কসোভোতে প্রবাসীরা একটি বিশাল অর্থনৈতিক শক্তির প্রতিনিধিত্ব করে, যারা বার্ষিক লাখ লাখ ইউরো গুরুত্বপূর্ণ রেমিটেন্স পাঠায় এবং গ্রীষ্মের ছুটিতে অগণিত নগদ অর্থ ব্যয় করে। কসোভোর কেন্দ্রীয় ব্যাংকের মতে, শুধুমাত্র ২০২৩ সালেই প্রবাসীরা কসোভোতে ১.৩৪ বিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। সপ্তাহান্তের নির্বাচনে প্রতিযোগিতা মূলত বর্তমান কুর্তি এবং তার ভিভি পার্টির দ্বিতীয় ভূমিধস জয় নিশ্চিত করার অভিযানকে কেন্দ্রীভূত করেছে। অন্যদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টি অফ কসোভো এবং ডেমোক্রেটিক লীগ অফ কসোভো ক্ষমতায় ফিরে আসার প্রত্যাশা করছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com