মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের ফেরিতে ওঠার সময় কাঠ বোঝাই একটি ট্রাক ফেরির বেরিয়ার পোস্ট ভেঙ্গে সামনের দুই চাকাসহ প্রায় অর্ধেক অংশ নদীর মধ্যে ঝুলে পড়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে ফেরিতে ওঠার পরে ব্রেকের ত্রুটির কারনে ঢাকা মেট্রো-ট-১৪-৯৭৮২ নং ট্রাকটি ফেরির নিরাপত্তা বেষ্টনী (বেরিয়ার পোষ্ট) ভেঙ্গে আংশিক নদীর মধ্যে ঝুলে আটকে থাকে। এতে বেলা ৯টা পর্যন্ত ফেরি চলাচল বিঘ্নিত হয়।
খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আটকে পড়া ট্রাকসহ ফেরিটি সরিয়ে অপর একটি ফেরি যানবাহন পারাপার শুরু করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের জন্য কাজ শুরু করেছে এর মালিকপক্ষ।
https://www.kaabait.com