
সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়ঃ পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো.কামাল হোসেন সরকারকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারি, চট্রগ্রামে বদলি করা হয়েছে। বুধবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপপরিচালক আব্দুল মতিন অধিদপ্তরের আদেশের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে বলেন,গত সপ্তাহে এ আদেশ হয়েছে।
এর আগে কৃষি অফিসের বিভিন্ন প্রদর্শনীর মালামাল ক্রয়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে গত মাসে বিভিন্ন অনলাইন পত্রিকা ও দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।তার ভিত্তিতে তদন্ত করে দপ্তরটি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য, অধিদপ্তরে সুপারিশ করেন।