সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতের সিরিজ জয় ইংল্যান্ডের বিপক্ষে

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দারুণ প্রস্তুতি সারলো ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো রোহিত শর্মার দল। রোহিতই এই ম্যাচে জয়ের নায়ক। ৩০৫ রান তাড়ায় দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ভারতীয় অধিনায়ক। ভারত ম্যাচ জেতে ৪ উইকেট আর ৩৩ বল হাতে রেখে। বড় রান তাড়ায় দলকে জয়ের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা আর শুভমান গিল। ১০০ বলের উদ্বোধনী জুটিতে ১৩৬ রান তোলেন তারা। ৫২ বলে ৬০ করে সাজঘরে ফেরেন গিল। বিরাট কোহলিও ৫ রানের বেশি করতে পারেননি। তবে মারকুটে খেলা চালিয়ে যান রোহিত। ছক্কা হাঁকিয়ে ৭৬ বলেই সেঞ্চুরি পূরণ করেন ভারতীয় অধিনায়ক। অবশেষে রোহিত-ঝড় থামান লিয়াম লিভিংস্টোন, মিডউইকেটে দৌড়ের মধ্যেই দুর্দান্ত এক ক্যাচ নেন আদিল রশিদ। ৯০ বলে ১২ বাউন্ডারি আর ৭ ছক্কায় ১১৯ রান আসে রোহিতের ব্যাট থেকে। চতুর্থ উইকেটে অক্ষর প্যাটেল আর শ্রেয়াস আয়ার ৩৮ রানের জুটি গড়েন। এই জুটিটা ভাঙে অক্ষরের সঙ্গে শ্রেয়াসের ভুল বোঝাবুঝিতে। হাফসেঞ্চুরির কাছে এসে (৪৪ রানে) ফেরেন শ্রেয়াস। লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়া সমান ১০ রান করে আউট হন। তবে অক্ষর ৪১ আর রবীন্দ্র জাদেজা ১১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। এর আগে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটারের সবাই রান পেলেন। কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না কেউই। ৪৯.৫ ওভারে ৩০৪ রানে অলআউট হয় ইংলিশরা। কাটাকে টস জিতে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। প্রথম ১০ ওভারের পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে ৭৫ রান। পরের ওভারেই ফিল সল্ট আউট হন ২৬ করে। ৮১ রানের উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার বেন ডাকেট ঝোড়ো গতিতে ৫৬ বলে ৬৫ করেন। ওয়ান ডাউনে জো রুট ৭২ বলে করেন ৬৯। এরপর হ্যারি ব্রুক ৩১, জস বাটলার ৩৪ করে সাজঘরে ফেরেন। লিয়াম লিভিংস্টোন ৩২ বলে ৪১ রানের ক্যামিওতে দলকে ৩০৪ রানে পৌঁছে দেন। ভারতের রবীন্দ্র জাদেজা ৩৫ রানে শিকার করেন ৩টি উইকেট।


এই বিভাগের আরো খবর