সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রথমবারের মতো শিরোপা জিতলো দুবাই ক্যাপিটালস

প্রতিনিধি: / ১৯৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট লিগ আইএলটি-টোয়েন্টির ফাইনালে ডেজার্ট ভাইপারসকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে দুবাই ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথম ব্যাটিংয়ে নামে ডেজার্ট ভাইপারস। শুরুতেই দুই ওপেনার অ্যালেঙ্ হেলস এবং গুরবাজকে হারিয়ে চাপে পড়ে তারা। দুজনেই আউট হন ৫ রান করে। তারপর দলের হাল ধরেন ম্যাঙ্ হোল্ডেন। হোল্ডেল খেলেন ৫১ বলে ৭৬ রানের ইনিংস। দলটির অধিনায়ক স্যাম কারানের ৩৩ বলে ৬২ রানের ইনিংস ২০ ওভারে ১৮৯ রানের পুঁজি পায় ভাইপারস। ক্যাপিটালসের হয়ে ২ উইকেট পান ওবেদ ম্যাককয়। রান তাড়া করতে নেমে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে দুবাই ক্যাপিটাস। ওপেনার শাই হোপ করেন ৩৯ বলে ৪৩ রানের ইনিংস। ক্যাপিটাসের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা রভম্যান পাওয়েলের স্ট্যাম্পিং আউটটি আম্পায়ার নো বল ঘোষণা করলে জীবন পান এই ব্যাটার। আর তারপর খেলেন ৩৮ বলে ৬৩ রানের ইনিংস। শেষ দিকে দ্রুত রান তুলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দাসুন শানাকা ২১ (১০), সিকান্দার রাজা ৩৪ (১২)। ৪ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করে ফেলে দুবাই ক্যাপিটালস। ডেজার্টের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন ডেভিড পাইন ও মোহাম্মদ আমির।


এই বিভাগের আরো খবর