সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মাথাব্যথার যন্ত্রণায় অস্থির? এই বিশেষ স্মুদি দেবে দ্রুত আরাম

প্রতিনিধি: / ১২৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জীবনে কোনোদিন মাথাব্যথা হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। অনেকেই প্রায়ই মাথাব্যথার যন্ত্রণায় ভুগে থাকেন। বিভিন্ন কারণে মাইগ্রেন ও মাথাব্যথার সমস্যায় হয়ে থাকে। অনেকে মাথাব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ খেয়ে থাকে। তবে বেশি ব্যথানাশক ওষুধ খেলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার পরিবর্তে খেজুর, কিশমিশ, দুধ, দই, বাদাম নিয়মিত খেতে পারেন। এই খাবারগুলোতে ম্যাগনেসিয়াম থাকে যা মাথাব্যথা কমাতে সাহায্য করে। চাইলে সব উপকরণ দিয়ে খুব সহজে স্মুদি বানিয়ে খেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন-

উপকরণ
১. রাগির আটা ২ টেবিল চামচ
২. দুধ ১ কাপ
৩. টকদই আধা কাপ
৪. খেজুর ৬ টি
৫. এলাচ গুঁড়া আধা চা চামচ
৬. বাদাম কুচি ১ টেবিল চামচ
৭. কিশমিশ ২ চা চামচ
৮. চিনি স্বাদ অনুযায়ী
৯. ড্রাই ফ্রুটস গার্নিশিংয়ের জন্য

প্রস্তুত প্রণালি
খেজুর ভালো করে ধুয়ে খেজুরের বিচি ফেলে টুকরা করে নিন। টুকরোগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে দুধ গরম করে তাতে রাগি আটা ও কিশমিশ মিশিয়ে জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এবার ব্লেন্ডারে খেজুর, এলাচ গুঁড়া, চিনি, বাদাম কুচি, টকদই দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর একটি গ্লাসে ঢেলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।


এই বিভাগের আরো খবর