শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্নীতি জলবায়ু কর্মকাণ্ডের জন্য হুমকি

প্রতিনিধি: / ২২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বিদেশ : দুর্নীতি পর্যবেক্ষক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, দুর্নীতি বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহযোগিতাকে পথভ্রষ্ট’ করার হুমকি দিচ্ছে। বার্লিন থেকে এএফপি জানায়, মঙ্গলবার প্রকাশিত ২০২৪ সালের জন্য পর্যবেক্ষক সংস্থাটির দুর্নীতি ধারণা সূচক (সিপিআই) জানিয়েছে, জলবায়ু কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ অনেক দেশের স্কোর পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সিইও মাইরা মার্টিনি এক বিবৃতিতে বলেছেন, দুর্নীতিবাজ শক্তি কেবল নীতিমালা তৈরি করে না, বরং প্রায়শই নীতিমালা নির্দেশ করে এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য ভেঙে দেয়। ‘অর্থপূর্ণ জলবায়ু কর্মকাণ্ডকে সম্পূর্ণরূপে লাইনচ্যুত করার আগে আমাদের জরুরিভাবে দুর্নীতি নির্মূল করতে হবে।’ সংস্থাটি বলেছে, দুর্নীতি বিশ্ব উষ্ণায়ন মোকাবেলার জন্য নির্ধারিত তহবিলকে অন্য উদ্দেশ্যে সরিয়ে নেওয়া এবং পরিবেশগত নিয়ন্ত্রণ বাস্তবায়নকে দুর্বল করে দিতে পারে। বার্ষিক প্রতিবেদনে সরকারি খাতের দুর্নীতির ঝুঁকি বেশি এমন দেশগুলোকে শূন্য থেকে ১০০ স্কেলে কম স্কোর দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, এই বছরের জাতিসংঘের কোপ ৩০ জলবায়ু আলোচনার আয়োজক ব্রাজিল ৩৪ স্কোর পেয়েছে, যা এ যাবৎকালের সর্বনিম্ন রেটিং।


এই বিভাগের আরো খবর