আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় লেবাননভিত্তিক সশস্ত্র গেষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডার নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গত রোববার হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলার কথা জানানো হয়। হামলার পরই ইসরায়েল দেশটিতে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করেছে। লেবাননের রাজধানী বৈরুতে গত মাসে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহত হন। ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ, ইসরায়েলি সামরিক বাহিনীর এমন মূল্যায়নের ভিত্তিতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। গত রোববার হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলের ১১টি সামরিক ঘাঁটি ও ব্যারাক লক্ষ্য করে ৩২০টিরও বেশি কাতিউশা রকেট ছুড়েছে। এর পাশাপাশি অনেকগুলো ড্রোন যোগেও হামলা চালিয়েছে। এর মাধ্যমে জুলাইয়ে বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদ শুকর হত্যার প্রতিশোধমূলক হামলার ‘প্রথম পর্যায়’ সম্পন্ন হয়েছে বলে ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে। আর পূর্ণ জবাব দিতে ‘আরও কিছু সময়’ লাগতে পারে বলে জানিয়েছে তারা। ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ও এরপর অনেকগুলো বিস্ফোরণের শব্দ শোনা যায়। দক্ষিণ লেবানন থেকে ছুটে আসা রকেট ও ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম গুলি করে ভ‚পাতিত করে। ইসরায়েলে হিজবুল্লাহর হামলাকে ‘সাহসী পদক্ষেপ’ বলে প্রশংসা করেছে ইয়েমেনের হুথি আন্দোলন। এই গোষ্ঠীটিও ইরান সমর্থিত। হুথিরাও এর আগে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, পুরো দেশজুড়ে তারা অত্যন্ত সতর্কাবস্থায় আছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর হামলার মধ্যে ধ্বংস হওয়া রকেটের ছিটকে পড়া টুকরার আঘাতে অন্তত এক ইসরায়েলি নারী আহত হয়েছেন। লেবাননের বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের কাসিমিয়া শহরে ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন আর পরে ইসরায়েলের বিমান হামলায় খিয়াম শহরে একজন নিহত হয়েছেন। তবে দক্ষিণ লেবাননে দুই যোদ্ধার নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ মিডিয়া অফিস।জুলাইতে ইসরায়েল অধিকৃত গোলান মালভ‚মির এক ফুটবল মাঠে ক্ষেপণাস্ত্রের আঘাতে ১২ শিশু-কিশোর নিহত হয়। এর প্রতিক্রিয়ায় বৈরুতে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার ফুয়াদকে হত্যা করে ইসরায়েল। এরপর থেকেই দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও বড় আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছিল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যে পরিস্থিতি উদ্ভব হবে ইসরায়েল তাতে প্রতিক্রিয়া জানাবে। কিন্তু পুরো মাত্রার যুদ্ধে জড়াতে চায় না। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেছেন, নিজেকে রক্ষা করতে যা করা দরকার ইসরায়েল তার সবই করবে। ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলের বিমান হামলা মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের লক্ষ্যস্থলগুলোতে সীমাবদ্ধ ছিল। কিন্তু যেখান থেকেই হুমকি দেখা দেবে সেখানে আঘাত হানার জন্য সামরিক বাহিনী প্রস্তুত আছে। গ্যালান্ট ইসরায়েল জুড়ে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছেন। ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর পাল্টা হামলা চলাকালে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম প্রায় ৯০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। ইসরায়েলের সামরিক বাহিনী মধ্য ইসরায়েল থেকে শুরু করে উত্তরাঞ্চল পর্যন্ত বসবাসকারী বেসামরিকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। বাড়ি থেকে বের হলে দ্রæত বিমান হামলার আশ্রয়কেন্দ্রগুলোতে পৌঁছতে পারবে এমন পরিকল্পনা করে বের হতে বলা হয়েছে। চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করার কথা রয়েছে। লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের পরিস্থিতি পর্যালোচনার জন্য লেবাননের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি মন্ত্রীসভার জরুরি বৈঠক করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সংঘাত কমাতে উদ্যোগ নেওয়ার জন্য তিনি লেবাননের বন্ধুদের সঙ্গে ফোনে যোগযোগ রাখছেন। তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক প্রয়াসের সমর্থনের বিষয়ে লেবাননের অবস্থানও তুলে ধরেছেন।
https://www.kaabait.com