• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫১

পাইকগাছায় মহান মে দিবস পালিত

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও উন্নতমানের খাবার বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিবসা ঘাটস্থ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ আলম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, কাউন্সিলর আসমা আহম্মেদ, এ্যাডঃ শেখ আবুল কালাম আজাদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান,  মোঃ আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ। বক্তব্য রাখেন, শেখ রাজু আহম্মেদ, প্রভাষক বজলুর রহমান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সহ-সভাপতি আছাদুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শামছুদ্দোহা খোকন, কাশেম গাজী, মিজানুর রহমান মিজান, আসারাত ঢালী ও শেখ রেজাউল করিম। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com