• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১০:২৫

রেমালের জলোচ্ছাসে মোরেলগঞ্জে ৩ শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ: ঘূর্ণিঝঁড় রেমালের জলোচ্ছাসে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৩ শ’ কিলোমিটার জনগুরুত্বপূণৃ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সড়ক বিভাগের প্রায় ১শ’ ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। জলোচ্ছাসে ধ্বসে যাওয়া সড়কগুলোর মধ্যে কার্পেটিং সড়ক ১২০ কিলোমিটার। ইট সোলিং ও হেরিংবন্ড সড়ক ২৮০ কিলোমিটার, ব্রীজের সংযোগ সড়ক ৮টি ও ৩০টি কাঠের পুল।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বৃহস্পতিবার বলেন, জলোচ্ছাসে প্রায় ৩শ’ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১শ’ ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সকল ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। জনগুরুত্ব বিবেচনা করে মেরামতের কাজ শুরু করা হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে ১৫দিন থেকে ১ বছর সময় লাগতে পারে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com