• মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪৪

ফকিরহাটে ভোক্তা অধিকার আইন বিষয়ে আবহিতকরণ সভা

প্রতিনিধি: / ৫০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ জুন, ২০২৪

ফকিরহাট  প্রতিনিধি: ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় টায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. হাসিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, ইমাম, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়। #


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com