সর্বশেষ :
মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ   বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে  যুবদলের দোয়া মাহফিল বাগেরহাটে জিলবুনিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ আব্দুর রহমান সাহেবের দাফন সম্পর্ণ শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ যুক্তরাষ্ট্রে ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি নবম পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, বিভ্রান্তি কাটাতে যা জানাল পে কমিশন ফেলানী হত্যার ১৫ বছর, ন্যায়বিচারের অপেক্ষায় আজও পরিবার ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী অ্যান্টার্কটিকায় কয়েক শত ভূমিকম্প শনাক্ত
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সড়ক দুর্ঘটনায় আহত হলেন আশিস বিদ্যার্থী

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

বিনোদন:সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবরে অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় নিজের বর্তমান অবস্থার কথা জানালেন অভিনেতা আশিস বিদ্যার্থী। গত শনিবার প্রকাশিত ওই ভিডিওতে তিনি জানান, তিনি ও তার দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া বর্তমানে ভালো আছেন। ঘটনার বিবরণ দিয়ে আশিস বিদ্যার্থী বলেন, নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী ছাড়াও বাইকচালক আহত হন। ভিডিও বার্তায় অভিনেতা বলেন, “আমি আর রূপালি এখন ভালো আছি। আপনাদের দুশ্চিন্তার কথা জানতে পেরে মনে হলো জানানো খুব প্রয়োজন। আমি একেবারে ঠিক আছি। রূপালি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। আহত বাইকচালকের খোঁজও নিয়েছি। আগের চেয়ে তিনি ভালো আছেন এবং তার জ্ঞান ফিরেছে।” দুর্ঘটনার পর আহত মোটরবাইকচালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ এবং পুরো বিষয়টি খতিয়ে দেখে। আশিস বিদ্যার্থী ও তার স্ত্রীর সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর