বিনোদন:দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জননয়গণ’। তাই ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বাভাবিকভাবেই তার শেষ সিনেমা ঘিরে কৌতূহল তুঙ্গে। অগ্রীম টিকিট নিয়েও ছিল দর্শক উন্মাদনা। সেই উন্মাদনা আবারও বাড়িয়ে দিয়েছে গত শনিবার মুক্তি পাওয়া ট্রেলার। তবে মুক্তির নির্ধারিত সময়ের তিনদিন আগেও নাকি সেন্সর ছাড়পত্র পায়নি সিনেমাটি। আগামী শুক্রবার বড় পর্দায় আসার কথা থাকলেও বড় আইনি জটিলতায় পড়েছেন নির্মাতারা। এখন পর্যন্ত সিনেমাটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন-এর চূড়ান্ত ছাড়পত্র পায়নি। ফলে মুক্তির আগে সব জায়গায় টিকিট বুকিং খোলাও সম্ভব হচ্ছে না। মাদ্রাজ হাইকোর্টে ‘জননয়গন’-এর প্রযোজকদের একটি আবেদন শোনা হবে। সিনেমার তামিল সংস্করণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অন্য ভাষার সংস্করণগুলোও অনুমতি পাবে না। নির্মাতারা জানিয়েছেন, প্রায় এক মাস আগে পোস্ট-প্রোডাকশন শেষ করে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। ১৯ ডিসেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কিছু কাটছাঁট ও সংলাপ মিউট করার পরামর্শ দেয়। এরপর থেকেই প্রক্রিয়া জটিল হয়ে পড়ে।