সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে ভোট বর্জন

প্রতিনিধি: / ৭৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

এম.পলাশ শরীফ: বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশ ভোট বর্জন করে ঘন্ট্যাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট বাজারে ঘন্ট্যাব্যাপী বিক্ষোভ করেছেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে প্রতিবাদ সভায় অভিযোগ করে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন কমিটির প্রধান সমন্বয়কারী মো. খলিলুর রহমান শিকদার বলেন, ইউনিয়ন কমিটিকে কেন্দ্র করে অগঠনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় ভোটাধিকার প্রয়োগে স্থান পেয়েছেন আওয়ামী লীগের দোষররা। ৫ আগষ্টের পরে ততাকথিত বিএনপি সেজে দলে যারা ঢুকে পড়েছেন সেই সব আওয়ামী লীগ কর্মীরা। পূর্বে স্থানীয় পর্যায়ে কথা ছিলো দুই গ্রæপের ৫১ সদস্য করে ভোটার তালিকা করা হবে সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়মভাবে ২০০ থেকে আড়াই শ’ ভোটার তালিকায় নাম রেখেছেন। ওয়ার্ড কমিটিতে একাধিক প্রার্থীকে প্রার্থী না হওয়ার জন্য হুমকি-ভয়ভীতি বাঁধা সৃষ্টি করা হয়েছে। পুটিখালী ইউনিয়নে একটি পরিবারের কর্তৃত্ববাধের নিয়ন্ত্রনে দল চলতে পারে না। একই পরিবারে জামায়েত, বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এ ঘরোনা থেকে সাধারণ কর্মীরা মুক্তি পেতে চায়। ফ্যাসিষ্ট সরকারের নৌকার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তার ভাই যুবদল নেতা আলি আজিম বাবুল গোটা ইউনিয়নকে নিয়ন্ত্রন করতে চাচ্ছেন। এটা কোনভাবেই সাধারণ কর্মীরা মেনে নিবে না। স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটার তালিকা তৈরি করে কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সেলিমাবাদ কলেজের সাবেক ভিপি জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম শান্ত, ফ্রান্স বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, যুবদল নেতা ইমাম হোসেন মিরাজ, বিএনপি নেতা কাইয়ুম হাওলাদার, নাসির শেখ, পুটিখালী ইউনিয়ন ছাত্রদল নেতা আতিয়ার হাওলাদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল বলেন, পুটিখালী ইউনিয়নে কমিটি গঠনে নিয়ম তান্ত্রিকভাবে দুই গ্রুপের মতামতের ভিত্তিতেই ভোটার তালিকা, সম্মেলন কেন্দ্রের স্থান নির্ধারণ, করা হয়েছে। একটি গ্রুপ এ তালিকা নিয়ে কথা তুললে জেলা নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করা হলে তাদের নির্দেশনা মোতাবেক আপাতত ওই ইউনিয়নের কমিটি গঠন স্থাগিত রাখা হয়েছে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠন করা হবে।


এই বিভাগের আরো খবর