আমি রাত নই—
আমি সেই নীরব ভাষা।
শব্দ হারায়, ছায়া ভেসে আসে,
প্রতিটি নিঃশ্বাস ধীরে ধীরে মনকে শিথিল করে।
ঘড়ির কাঁটা থেমে যায়,
সময় ঢেকে যায় শূন্যতার চাদরে।
আমি ঢুকি হৃদয়ের ভেতর,
নিঃশব্দে তোমাকে আলিঙ্গন করি,
স্বপ্নেরা চুপচাপ ঘিরে ধরে।
এখানে আলো নেই, কোনো ব্যথা নেই—
শুধু গভীর নীরবতা,
যেখানে তুমি ধীরে ধীরে হারিয়ে যাও,
আর মন শুয়ে পড়ে অনন্ত রাতের কোলে।