মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপত্তা জোরদারে শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা যাত্রী ছাড়া প্রবেশ নিষিদ্ধ

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ ঘণ্টার জন্য যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সহযাত্রী কিংবা দর্শনার্থীরা বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় কেবলমাত্র বৈধ টিকিটধারী যাত্রীরাই বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখা এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে সহযাত্রী বা ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। তাঁর ভাষায়, “বিশেষ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা ও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এদিকে একই সময়ে দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনার কথা দলীয় পর্যায় থেকে জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ঘিরে সতর্কতা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তার প্রয়োজনীয়তা বিবেচনায় একজন অভিজ্ঞ সাবেক সেনা কর্মকর্তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


এই বিভাগের আরো খবর