জীবনের অর্থ পাওয়া যায় না—
ধীরে ধীরে গড়ে ওঠে,
আমাদের সিদ্ধান্ত, ভুল,
আর না বলা কষ্টের ভেতর দিয়ে।
যা হারাই,
তা-ই শেখায় কীভাবে ধরে রাখতে হয়;
যা পাই,
তা-ই শেখায় কতটা কৃতজ্ঞ হতে হয়।
অর্থ নেই বলেই জীবন শূন্য নয়—
বরং অর্থ খুঁজতে খুঁজতেই
মানুষ নিজের গভীর রূপ আবিষ্কার করে।
জীবনের অর্থ একটাই—
নিজেকে প্রতিদিন
আরও সত্য করা।