আমায় শুধু জড়িয়ে ধরে বাংলাদেশের মায়া
সূর্য এসে রোদ দিয়ে যায়, মেঘ দিয়ে যায় ছায়া।
বাতাস এসে দোল দিয়ে যায় সবুজ ধানের ক্ষেতে
ফুলে ফুলে প্রজাপতি খেলায় ওঠে মেতে।
সকাল শুরু দোয়েল শিসে, দুপুর ঘুঘুর ডাকে
সোঁদা মাটির গন্ধ এসে পরশ বুলায় নাকে।
ছায়ায় ঘেরা পুকুরটাতে ঘাঁই মেরে যায় মাছে
বাংলাদেশের মতন এমন দেশ কি কোথাও আছে?
শরৎ জুড়ে নীল আকাশে সাদা মেঘের তুলো
লেজ ঝুলিয়ে উড়তে থাকে রঙিন ঘুড়িগুলো।
মাঠের ধারের তালগাছটায় বাবুই বাসা দোলে
আহা আমার ধন্য জীবন বাংলা মায়ের কোলে।
অন্ধকারে দলে দলে জোনাক পোকা জ্বলে
পূর্ণিমাতে আলতো করে চাঁদের আলো গলে।
আকাশ কালো, ডোবায় থাকা ব্যাঙের ডাকাডাকি
এমন করে অন্য কোথাও বর্ষা আসে নাকি?
মন উদাসী বাউল গানে, একতারাটার সুরে
ভালোবাসা টইটম্বুর সবার হৃদয় জুড়ে।
বাংলাদেশের সবকিছুতে মায়ার ছড়াছড়ি
বাংলাদেশে জন্ম, যেন বাংলাদেশেই মরি।