শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হত্যাকারী

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মাহফুজ রেজা
কুকুর ছানা ডাকছে বলে
বিরক্ত হয় ভারী,
মারতে হবে সব গুলো কে
ভাবল মনে নারী।
বস্তা ভরে ফেলল ওদের
ডোবার শীতল জলে,
মরল সবাই সেই তখনই
জলে ডোবার ফলে।
মা কুকুর টি কেঁদে সারা
চোখে ঝরে পানি,
বাচ্চা শোকে কাঁপছে জোরে
সারা দেহ খানি।
মা নাকি হয় মমতাময়ী
স্নেহে ভরা মন,
আমি তো ভাই ভেবেই সারা
ভাবছি সারাক্ষণ।
এমন নারীও আছে ভবে
দয়ামায়া হীন,
ভাবতে গেলে মনে বাজে
করুন সুরে বীণ।
শুনছি তারে ধরছে পুলিশ
কঠিন সাজা হবে,
এখান থেকে শিক্ষা নিবে
অমানবিক সবে।


এই বিভাগের আরো খবর