মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

১৩০ জন অপহৃত ক্যাথলিক শিক্ষার্থীকে মুক্ত করেছে নাইজেরিয়ার সরকার

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : নাইজেরিয়ার কর্তৃপক্ষ গত নভেম্বর মাসে একটি ক্যাথলিক স্কুল থেকে বন্দুকধারীদের দ্বারা অপহৃত ১৩০ জন শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে। গত রোববার দেশটির প্রেসিডেন্টের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এর আগে এই মাসের শুরুতে ১০০ জনকে মুক্ত করা হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। সানডে ডেয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এঙ্-এ এক পোস্টে জানায়, ‘অপহৃত নাইজার রাজ্যের আরও ১৩০ জন স্কুলছাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের কেউ আর বন্দী অবস্থায় নেই।’নভেম্বর মাসের শেষ দিকে, নাইজার রাজ্যের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের সেন্ট মেরি কো-এডুকেশনাল বোর্ডিং স্কুল থেকে শত শত শিক্ষার্থী ও কর্মীকে অপহরণ করা হয়। ২০১৪ সালে চিবোক শহরে বোকো হারাম কর্তৃক স্কুলছাত্রীদের অপহরণের ঘটনা ঘটে। দেশটিতে গণ-অপহরণের ঘটনা ঘটেই চলছে। পশ্চিম আফ্রিকার এই দেশটি উত্তর-পূর্বের জিহাদি থেকে শুরু করে উত্তর-পশ্চিমের সশস্ত্র ‘দস্যু’ দল পর্যন্ত একাধিক আন্তঃসংযুক্ত নিরাপত্তা উদ্বেগের সম্মুখীন। সেন্ট মেরি থেকে কতজনকে অপহরণ করা হয়েছিল, তা জানা যায়নি। খ্রিস্টান অ্যাসোসিয়েশন অফ নাইজেরিয়া (ক্যান) বলেছে, পাপিরির গ্রামীণ জনপদে হামলার পর ৩১৫ শিক্ষার্থী ও কর্মী নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০ জন তৎক্ষণাৎ অপহরণ থেকে পালিয়ে আসতে সক্ষম হয় এবং গত ৭ ডিসেম্বর সরকার প্রায় ১০০ জনকে মুক্ত করতে সক্ষম হয়। তবে জাতিসংঘের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, যাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। কারণ অপহৃত বলে ধারণা করা হচ্ছে এমন কয়েক ডজন শিক্ষার্থী হামলার সময় পালিয়ে আসতে সক্ষম হয়েছে এবং তারা তাদের বাড়ি ফিরেছে।


এই বিভাগের আরো খবর