বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফলোআপ নিউজ: শরণখোলায় লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা; একজন আসামী গ্রেফতার

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

শরণখোলা আঞ্চলিক অফিস: শরণখোলায় মৎস্য খামার থেকে লাশ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে
থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুভাষ মৃধা (৪৫)
নামে একজন আসামীকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম বানিয়াখালী গ্রামের সিদ্দিক হাওলাদার
(৫০) নামে এক দিনমজুর ৩০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। বুধবার
(৯ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামে খোন্তাকাটা
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের
মালিকানাধীন মৎস্য খামারের পানির নীচে খুঁটির সাথে বেঁধে রাখা
অর্ধগলিত এক ব্যক্তির লাশ পুলিশ উদ্ধার করে । উদ্ধারকৃত লাশ সিদ্দিকের বলে
তার পরিবারের সদস্যদের দাবী।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান বলেন,
নিখোঁজ সিদ্দিকের বড়ভাই বাদশা মিয়া বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ
করে বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা ও গুমের মামলা দায়ের করেছে।
পুলিশ এজাহার নামীয় ৩নং আসামী পশ্চিম বানিয়াখালী গ্রামের সুভাষ
মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট
আদালতে চালান দেওয়া হয়েছে। মামলার বিষয়ে জোরালো তদন্ত চলছে এবং
দ্রæত সময়ে হত্যার রহস্য উদঘাটন করা যাবে বলে থানার ওসি
জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর