মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপত্তা শঙ্কায় ভোটের মাঠ ছাড়লেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান মাসুদ বলেন, নির্বাচন ঘোষণার পর থেকেই পরিবার নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ঘটনার প্রেক্ষাপটে সেই শঙ্কা আরও বেড়েছে। পরিবারের অনুরোধ এবং ব্যক্তিগত নিরাপত্তার বিষয় বিবেচনা করেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “দল থেকে আমার ওপর কোনো চাপ, নির্দেশনা বা হুমকি নেই। সম্পূর্ণ নিজের এবং পরিবারের নিরাপত্তার কারণেই আমি নিজ সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। নেগেটিভ পরিবেশও একটা কারণ। মূল বিষয়টা আমার ফ্যামিলি।”

দলের প্রতি আনুগত্যের কথা তুলে ধরে মাসুদ আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজে আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু আমি সেটা ধরে রাখতে পারলাম না। এর জন্য আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী। দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষেই কাজ করব।”

নিরাপত্তা শঙ্কার পটভূমিতে সাম্প্রতিক একটি ঘটনার কথাও তুলে ধরেন তিনি। মাসুদুজ্জামান বলেন, “ঢাকায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর পরিবার আরও আতঙ্কিত হয়ে পড়ে।” সেই পরিস্থিতিতে পরিবারের অনুরোধ উপেক্ষা করা তার পক্ষে সম্ভব হয়নি বলেও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “এই মুহূর্তে ক্ষমা চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। সংসদ সদস্য না হয়েও সমাজ ও মানুষের জন্য অনেক কিছু করা যায়। নির্বাচনী প্রচারণার সময় আমি সেটা বুঝেছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এমপি না হলেও মানুষের পাশে থাকব।”

তবে তার এই ঘোষণায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সংবাদ সম্মেলনেই কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন। মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী বলেন, “এভাবে নেতা-কর্মীদের ফেলে চলে যাওয়া যায় না। আমরা এই সিদ্ধান্ত মানি না।” জিয়া সমাজকল্যাণ পরিষদের মহানগর শাখার সদস্যসচিব নাঈম খন্দকারও জানান, সিদ্ধান্তের বিষয়ে তারা আগে কিছুই জানতেন না।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর বিএনপি সারা দেশে ২৩৭ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল।


এই বিভাগের আরো খবর