এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহের সাথে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনভর ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সুচনা করা হয়। ৭টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ ও থানার ওসি মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী দল বিএনপি জেলা সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে উপজেলা ও পৌর নেতাকর্মীরা। অপরদিকে তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে নেতাকর্মীরা পুষ্পার্ঘ অপর্ণ করেন।

এ ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, প্রেসক্লাব, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, পল্লীবিদুৎ সমিতি, সাবরেজিষ্টার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, স্কাউটস্ ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পমাল্য প্রদান করেন। পরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর নানা কর্মসূচি পালন চলছে।
এদিকে সকালে বিএনপির কার্যালয়ে কাজী খায়রুজ্জামান শিপনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রত্যয় ব্যাক্ত করে বলেন, ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ত রক্ষায় বীর মুক্তিযোদ্ধারা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলেন আজ সেটি বাস্তবায়নের জন্য তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তি জতই ষড়যন্ত্র করুক তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। #