পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর রোববার বিকালে দলীয় অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টি এ আলোচনা সভার আয়োজন করে। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব গাজী সহিদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি খুলনা-৬ আসনের জাপার মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামাল জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ সরদার ফরিদ আহমেদ, মুনসুর আলী গাজী, শেখ আব্দুল আজিজ। লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ফারুক হোসেন, মীর আব্দুল গণি, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপানেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, আব্দুল গণি সরদার। হরিঢালী ইউনিয়ন জাপার সভাপতি মুনছুর গাজী, সম্পাদক সাদেক শেখ, মোঃ ইবাদুল ইসলাম, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, দেবাশীষ সানা ও ফজর আলী, ওয়াজেদ গোলদার সহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় জাতীয় পার্টির পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।