মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফুলে ফুলে ভরে উঠল জাতীয় স্মৃতিসৌধ, বীর শহীদদের শ্রদ্ধায় মানুষের ঢল

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হন।

ভোরের প্রথম প্রহরেই রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৬টা ৩৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় সালাম, বিউগলের করুণ সুর এবং কিছুক্ষণ নীরবতা পালনের পর সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের ফটক খুলে দেওয়া হয়।

এরপর থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ ভরে ওঠে মানুষের পদচারণায়। রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে একে একে বেদিতে শ্রদ্ধা জানান। ফুলের স্তূপে ঢেকে যায় শহীদ বেদি, লাল-সবুজে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা।

শ্রদ্ধা জানাতে আসা কলেজছাত্রী উম্মে হাবিবা বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি, বইয়ে পড়েছি। পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে গর্ব অনুভব করছি।” আরিফুল ইসলাম জানান, “যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরই এখানে আসি। এবারও সেই দায়বদ্ধতা থেকে এসেছি।”

শীতের সকাল উপেক্ষা করেই অনেক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে স্মৃতিসৌধে আসতে দেখা যায়। তাদের সঙ্গে কথা বলেন তরুণরা, জানান সম্মান ও ভালোবাসা। শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কারও হাতে ছোট জাতীয় পতাকা, কারও মুখে লাল-সবুজের রঙ, কেউ আবার কাগজে এঁকেছে স্মৃতিসৌধের ছবি।

বিজয় দিবসের এই জনসমাগমে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল থেকে নবীনগর পর্যন্ত এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। অনেকেই যানজট এড়িয়ে পায়ে হেঁটেই স্মৃতিসৌধে পৌঁছান। তবুও মানুষের আগ্রহ বা আবেগে কোনো ভাটা পড়েনি।

১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই গৌরবময় ইতিহাস স্মরণ করতেই প্রতি বছর ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতি।


এই বিভাগের আরো খবর