মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তেজগাঁওয়ের আকাশে নজরকাড়া এয়ার শো

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দর এলাকায় আয়োজন করা হয়েছে বিশেষ এয়ার শো। সামরিক উড়োজাহাজ ও হেলিকপ্টারের চোখধাঁধানো কসরতে আকাশ রঙিন হয়ে উঠেছে, আর মাটিতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে শুরু হওয়া এই এয়ার শোতে একসঙ্গে উড়ছে একাধিক উড়োজাহাজ। উড়োজাহাজগুলো আকাশে নানান কসরত দেখানোর সময় বিভিন্ন রঙ ছড়িয়ে দেয়, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস সৃষ্টি করে। এ সময় হেলিকপ্টারগুলোতে জাতীয় পতাকা ও সশস্ত্র বাহিনীর পতাকা উড়িয়ে নিতে দেখা যায়।

এই আয়োজনকে ঘিরে সকাল থেকেই তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরমুখী মানুষের স্রোত দেখা যায়। আগারগাঁও-সংলগ্ন ফটকে সকাল পৌনে ১০টার দিকে দর্শনার্থীদের দীর্ঘ সারি তৈরি হয়। নিরাপত্তা তল্লাশি শেষে একে একে সবাইকে ভেতরে প্রবেশ করানো হয়। এর মধ্যেই শত শত পরিবার, শিশু ও উৎসুক মানুষ বিমানবন্দর এলাকায় ভিড় জমায়।

দর্শনার্থীদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। কারও কপালে বাঁধা ছিল লাল-সবুজের ফিতা, কারও পরনে বিজয় দিবস লেখা পোশাক। পরিবার নিয়ে অনেকে লাল-সবুজের সাজে হাজির হন এই বিশেষ প্রদর্শনী উপভোগ করতে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মহান বিজয় দিবস উপলক্ষে এই এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে তেজগাঁও পুরোনো বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজয়ের ৫৪তম বছর উপলক্ষে এয়ার শোতে যুক্ত হয়েছে ব্যতিক্রমী আয়োজন। ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে একটি বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছেন। তাঁদের মধ্যে শেষ ৬ জন প্যারাট্রুপার পোশাকে নিজেদের নেমপ্লেটের পরিবর্তে সুদানের ইউএন ঘাঁটিতে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর নাম সংবলিত নেমপ্লেট পরে শ্রদ্ধা জানাবেন।

এই প্যারাট্রুপারদের একজন আশিক চৌধুরী। তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। আশিক চৌধুরী শরিফ ওসমান বিন হাদির ছবি আঁকা হেলমেট পরে প্যারাট্রুপিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজয় দিবসের এই এয়ার শো শুধু আকাশের প্রদর্শনী নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের প্রতি গর্বের অনুভূতিকে নতুন করে উজ্জীবিত করেছে দর্শনার্থীদের মনে।


এই বিভাগের আরো খবর