মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পিয়া জান্নাতুল নিখোঁজ ব্যারিস্টার সুমন প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ১৭৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বিনোদন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন আবার অনেকে গোপনে পাড়ি জমিয়েছেন বিদেশে। এদিকে এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বিগত সরকারের সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের। যদিও গত মঙ্গলবার একটি ভিডিওবার্তা দিয়েছেন সুমন। করেছেন আত্মপক্ষ সমর্থন। তবে তিনি কোথায় আছেন জানাননি। এ অবস্থায় ব্যারিস্টার সুমনের অবস্থান সম্পর্কে গণমাধ্যমকে তার চেম্বারে অ্যাসোসিয়েট আইনজীবী হিসেবে কাজ করা মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বলেন, বর্তমানে ব্যারিস্টার সুমন কোথায় আছেন, তা জানি না। পিয়া জান্নাতুল বলেন, আমি তো আর ওঁর (সুমন) বউ লাগি না। তার বউকে যদি খুঁজে পান, তাহলে তার কাছে ওঁর সম্পর্কে জানতে চান। আর মনে করেন আমি যদি জানি, তাহলে কি আপনাকে বলব? এতটুকু তো আপনার বোঝা উচিত। ফোন দেবে? কী করে ভাবলেন এমনটা? তার চেম্বারে অন্য যারা কাজ করেন, বরং তাদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কেননা, তার সঙ্গে মাত্র দেড় বছর কাজ করেছি আমি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে নির্বাচিত হন ব্যারিস্টার সুমন। এর আগে বিভিন্ন সময় নানা সামাজিক ইস্যু নিয়ে ফেসবুকে কথা বলে আলোচনায় উঠে আসেন তিনি। এদিকে গত বছরের শুরু থেকে সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে ব্যারিস্টার সুমনের চেম্বারে কাজ করা শুরু করেন অভিনেত্রী পিয়া জান্নাতুল।


এই বিভাগের আরো খবর