সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রুশ বাহিনীর ভয়াবহ হামলায় এক দিনে ১৩৫৫ ইউক্রেনীয় সেনা নিহত

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সামরিক-শিল্প ও জ্বালানি স্থাপনায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১৩৫৫ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। গত শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা তাস। রাশিয়ার বেসামরিক স্থাপনায় হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, স্থলভিত্তিক ও নৌপথে নিক্ষেপযোগ্য নির্ভুল অস্ত্র, ‘কিনঝাল’ আকাশ থেকে নিক্ষেপযোগ্য হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করা হয়েছে এবং অর্জিত হয়েছে অভিযানের লক্ষ্য। রাশিয়ার দেয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বিভিন্ন ফ্রন্টলাইনে প্রায় ১৩৫৫ সেনা হারিয়েছে। ব্যাটলগ্রুপ নর্থের দায়িত্বাধীন এলাকায় প্রায় ২০০ সেনা ও একটি সাঁজোয়া যুদ্ধযান, ব্যাটলগ্রুপ ওয়েস্টের এলাকায় ২২০ জনের বেশি সেনা, দুটি ট্যাংক ও তিনটি সাঁজোয়া যান এবং ব্যাটলগ্রুপ সাউথের এলাকায় প্রায় ১৯০ সেনা ও একটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া গত এক দিনে ব্যাটলগ্রুপ সেন্টারের এলাকায় ৪৮০ জনের বেশি সেনা, তিনটি ট্যাংক ও চারটি সাঁজোয়া যান, ব্যাটলগ্রুপ ইস্টের এলাকায় প্রায় ২৩০ সেনা ও চারটি সাঁজোয়া যান এবং ব্যাটলগ্রুপ ডনেপ্রের এলাকায় প্রায় ৩৫ সেনা ও চারটি রসদ গুদাম ধ্বংস হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তাস বলছে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের দিমিত্রভ এলাকায় ঘেরাও হওয়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দিমিত্রভের ভোস্তোচনি ও জাপাদনি এলাকায় ঘেরাও থাকা ইউক্রেনীয় ইউনিটগুলোকে ধ্বংস করা হয়েছে এবং স্বেতলয়ে ও গ্রিশিনো বসতি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় স্বেতলয়ের কাছে ঘেরাও ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে ১১ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং একজনকে যুদ্ধবন্দি করা হয়েছে বলে দাবি মস্কো। বিবৃতিতে আরও বলা হয়, একই অঞ্চলে ক্রাসনোয়ারমেস্কের দিকে ইউক্রেনীয় বাহিনীর অগ্রসর হওয়ার চেষ্টা ব্যর্থ করে দেয় রুশ বাহিনী। শেভচেঙ্কো এলাকা থেকে মোটরসাইকেলে করে ট্যাংকের সহায়তায় হামলার চেষ্টা চালানো হলে রুশ বাহিনী তা প্রতিহত করে। এতে ৬০ জনের বেশি ইউক্রেনীয় সেনা, তিনটি ট্যাংক এবং প্রায় ২০টি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত বন্দর অবকাঠামো, গোলাবারুদ গুদাম এবং সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। অপারেশনাল ও কৌশলগত বিমান, আক্রমণকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র বাহিনী ও কামান ব্যবহার করে আঘাত হানা হয় মোট ১৪২টি স্থানে।


এই বিভাগের আরো খবর