সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমান হাদিকে গুলি, তদন্তভার নিল ডিবি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। একই দিনে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি ডিবি মতিঝিল বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এখন থেকে গোয়েন্দা পুলিশই এই ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

পল্টন থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় এখন পর্যন্ত একজনকেই আসামি করা হয়েছে। মামলার বাদি হয়েছেন হাদির এক আত্মীয়।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি মতিঝিল বিভাগ মামলাটির তদন্ত করবে।”

হাদির ওপর হামলার ঘটনা ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে। মোটরসাইকেলে করে আসা দুই আততায়ী চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা, বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব বিমানবন্দরে উপস্থিত ছিলেন। হাদির সঙ্গে তার দুই ভাইও সিঙ্গাপুর গেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে রয়েছে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও এক নারী। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি সূত্র জানায়, হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং মোটরসাইকেলের চালক এখনো পলাতক। তাদের অবস্থান শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে। এরই মধ্যে ফয়সাল এবং তার মালিকানাধীন একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

হাদির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর