সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ভয়াবহ হামলায় নিহত ১০

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি বিচ এলাকায় এলোপাতাড়ি গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় একজন বন্দুকধারীসহ অন্তত ১০ জন নিহত ও দুই পুলিশ সদস্যসহ ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বন্দুকধারীকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে পুলিশ এঙ্ক্লুশন জোন (নিষিদ্ধ এলাকা) স্থাপন হিসেবে ঘোষণা করেছে। সেখানে আইইডি (ইমপ্রোভাইজড এঙ্প্লোসিভ ডিভাইস) নিষ্ক্রিয় করতে বিশেষায়িত সরঞ্জাম আনা হয়েছে। তবে এঙ্ক্লুশন জোনের পরিধি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে একটি সেতু থেকে দু’জন ব্যক্তি গুলি চালাতে শুরু করেন। ঘটনার পর পুলিশ জনসাধারণকে সে এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে। তবে বন্দুকধারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তারা। বন্ডি বিচে হতাহতের ঘটনা ‘মর্মান্তিক ও গভীরভাবে উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেস। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এনএসডব্লিউ (নিউ সাউথ ওয়েলস) পুলিশের সঙ্গে কাজ করছি এবং আরও তথ্য নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আপডেট দেব। (নাগরিকদের) জীবন রক্ষার জন্য পুলিশ ও জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।’ গোলাগুলির ঘটনার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার এবং এনএসডব্লিউ-এর প্রিমিয়ারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন অ্যালবানেস।


এই বিভাগের আরো খবর