সর্বশেষ :
মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ   বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে  যুবদলের দোয়া মাহফিল বাগেরহাটে জিলবুনিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ আব্দুর রহমান সাহেবের দাফন সম্পর্ণ শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ যুক্তরাষ্ট্রে ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ পৌনে ৭ লাখ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি নবম পে স্কেলে ৯০ শতাংশ বেতন বৃদ্ধির গুঞ্জন, বিভ্রান্তি কাটাতে যা জানাল পে কমিশন ফেলানী হত্যার ১৫ বছর, ন্যায়বিচারের অপেক্ষায় আজও পরিবার ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী অ্যান্টার্কটিকায় কয়েক শত ভূমিকম্প শনাক্ত
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোজার ঈদে মুক্তি পাচ্ছে না ‘প্রিন্স’

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন:শাকিব খানকে নিয়ে আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমা। গত বছরের জুলাইয়ে আনুষ্ঠানিক ঘোষণার সময় জানানো হয়েছিল, ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, রোজার ঈদে মুক্তি পাচ্ছে না ‘প্রিন্স’। মূলত শিল্পীদের ভিসা জটিলতার খবরে নির্ধারিত সময়ে শুটিং শুরু করতে না পারায় এমন গুজব ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। গত ডিসেম্বরে ভারতে প্রিন্স সিনেমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতি নিচ্ছিলেন নির্মাতারা। ভারতে গিয়ে বিভিন্ন শুটিং স্পট রেকিও করে এসেছেন তারা। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছিলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে প্রিন্সের শুটিং। তার আগে প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক। কিন্তু এখনো সিনেমার ফার্স্ট লুক বা শুটিং কিছুই আলোর মুখ দেখেনি। তাই ছবিটি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আসছে ঈদুল ফিতরের মিছিল থেকে ছিটকে পড়তে পারে এই সিনেমা। সেক্ষেত্রে শাকিব খানের ‘সোলজার’ সিনেমাটি হতে পারে নায়কের ভক্তদের জন্য ঈদ উপহার। ‘প্রিন্স’ ছবিতে শাকিবকে দেখা যাবে নব্বইয়ের দশকের গ্যাংস্টার রূপে। এতে তার সঙ্গে দেখা যাবে তাসনিয়া ফারিণকে। গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ফারিণের নাম। গত ১৫ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস থেকে জানানো হয়, এই সিনেমায় থাকবেন অভিনেতা এজাজুল ইসলাম। অভিনয় করবেন বাংলাদেশ ও ভারতের অনেক অভিনয়শিল্পী। এরপর আর কোনো অগ্রগতি জানায়নি নির্মাতা প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা গেছে, শুটিং হওয়ার কথা দুই দেশের বিভিন্ন লোকেশনে। কিন্তু এখনো শিল্পী ও কলাকুশলীদের ভিসা পাওয়া যায়নি। তাই আটকে আছে শুটিং। এদিকে ঈদের সময় ঘনিয়ে আসছে। তাই রোজার ঈদে প্রিন্সের মুক্তির সম্ভাবনা ফিকে হয়ে আসছে বলে গুঞ্জন ছড়িয়েছে। সিনেমা মুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন শাকিবভক্তরাও। সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের হতাশা ও বিরক্তির কথা জানাচ্ছেন। দায় চাপাচ্ছেন নির্মাতার ওপর। ঘোষণার পর এত সময় পাওয়ার পরও শিল্পী ও টিমের সদস্যদের ভিসা করতে না পারায় সংশ্লিষ্টদের পেশাদারীত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

 


এই বিভাগের আরো খবর