সর্বশেষ :
সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে নিহত ২৩ ইসলামবিরোধী প্রচারণা চালানোয় ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৩ সেনাসদস্যের মৃত্যু রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত সেনাদের পরিদর্শনে রাশিয়ার সেনা প্রধান হাইব্রিড গাড়ি ২০২৫ সালে ইউরোপে গ্রাহক পছন্দের শীর্ষে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধে বিল পাস
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার 

প্রতিনিধি: / ১০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: আমরা ধানের শীষের লোক। আমার নেতা তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি ধানের শীষের একটি ভোট  তৈরি করে দিতে পারবেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক, আর যার কারণে ধানের শীষের একটি ভোট নষ্ট হবে সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কোন যোগ্য নয়।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ও ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে ভয়াং বাজারস্থ শারাফাতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এ কথা বলেন।
শনিবার (২৫অক্টোবর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে স্নেহাংশু সরকার কুট্টি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন‌।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌর সাবেক মেয়র মুস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন, মিজানুর রহমান মিজান, নাসির উদ্দিন ইমাম খন্দকার,জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,পটুয়াখালী মিডিয়া সেলের প্রধান কাজল খন্দকার , মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ সভাপতি আনোয়ার হোসেন সিকদার, গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
বিকেল তিনটায় জনসভা শুরু হতে না হতেই লোকসমাগম ঘটতে থাকে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে শারাফতিয়া হাই স্কুল মাঠ নিমিষেই জনসমুদ্রে রূপান্তরিত হয়। ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা


এই বিভাগের আরো খবর