
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: আমরা ধানের শীষের লোক। আমার নেতা তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি ধানের শীষের একটি ভোট তৈরি করে দিতে পারবেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লোক, আর যার কারণে ধানের শীষের একটি ভোট নষ্ট হবে সে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কোন যোগ্য নয়।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৫নং কাকড়াবুনিয়া ও ৬নং মজিদবাড়িয়া ইউনিয়নের উদ্যোগে ভয়াং বাজারস্থ শারাফাতিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এ কথা বলেন।
শনিবার (২৫অক্টোবর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে স্নেহাংশু সরকার কুট্টি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য ও পটুয়াখালী পৌর সাবেক মেয়র মুস্তাক আহমেদ পিনু, জেলা বিএনপির সাবেক সদস্য জাফরুজ্জামান খোকন, মিজানুর রহমান মিজান, নাসির উদ্দিন ইমাম খন্দকার,জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব,পটুয়াখালী মিডিয়া সেলের প্রধান কাজল খন্দকার , মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদার,সহ সভাপতি আনোয়ার হোসেন সিকদার, গোলাম ফারুক মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি সহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
বিকেল তিনটায় জনসভা শুরু হতে না হতেই লোকসমাগম ঘটতে থাকে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে শারাফতিয়া হাই স্কুল মাঠ নিমিষেই জনসমুদ্রে রূপান্তরিত হয়। ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা