প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রতিনিধি:
/ ৫
দেখেছেন:
পাবলিশ:
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতাঃ প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মির্জাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারী) মাগরিব নামাজ বাদ প্রেসক্লাব কার্য্যালয়ে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান জুয়েল, সাধারন সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদ, সিনিয়র সহ -সভাপতি উত্তম গোলদার, সহ সভাপতি কামরুজ্জামান বাঁধন, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান লিপন ও কার্যনির্বাহী সদস্য মোঃ ইলিয়াস হোসাইনসহ প্রেসক্লাবের সংবাদকর্মীগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক সকালের সময় উপজেলা প্রতিনিধি মীর মো: মাসুম বিল্লাহ।