সর্বশেষ :
সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  পাইকগাছার আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত  যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে নিহত ২৩ ইসলামবিরোধী প্রচারণা চালানোয় ইসরায়েলি নাগরিকের ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ২৩ সেনাসদস্যের মৃত্যু রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২, অনেকেই আহত নথিপত্রহীন ৫ লাখ অভিবাসীকে বৈধ করার ঘোষণা স্পেনের ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত সেনাদের পরিদর্শনে রাশিয়ার সেনা প্রধান হাইব্রিড গাড়ি ২০২৫ সালে ইউরোপে গ্রাহক পছন্দের শীর্ষে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধে বিল পাস
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধরত সেনাদের পরিদর্শনে রাশিয়ার সেনা প্রধান

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

বিদেশ : রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান (চীফ অব স্টাফ) ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধরত সেনাদের পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় জানায়, গেরাসিমভ ‘জাপাদ (পশ্চিম) বাহিনী গোষ্ঠীর’ বিভিন্ন ইউনিট ও গঠনের পরিচালিত যুদ্ধাভিযানের অগ্রগতি পর্যালোচনা করেছেন। তবে সফরটি কবে ও কোথায় হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। জাপাদ-এর আভিধানিক অর্থ পশ্চিম। এটি ছিল ২০২৫ সালে রাশিয়ান-বেলারুশিয়ান-এর যৌথ কৌশলগত সামরিক মহড়া। এই মহড়া ২০২৫ সালের ১২-১৬ সেপ্টেম্বর তারিখে বেলারুশে অনুষ্ঠিত হয়। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার কয়েক দিন পর, এই সফরের ঘোষণা দেওয়া হলো। প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসানে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, পরবর্তী দফার আলোচনা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সফরের একটি ভিডিওতে গেরাসিমভ বলেন, রুশ সেনারা ‘সব ফ্রন্টে আক্রমণাত্মক অভিযান অব্যাহত রেখেছে।’ তিনি আরও বলেন, চলতি বছরের শুরু থেকে রুশ বাহিনী ১৭টি এলাকা দখলে নিয়েছে। ইউক্রেনের ‘৫০০ বর্গকিলোমিটারেরও বেশি’ ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে এসেছে। বাহিনীটি এখন জাপোরিঝিয়া নগরীর দিকে অগ্রসর হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।


এই বিভাগের আরো খবর