মির্জগঞ্জে সমবায় মাধ্যমিক বিদ্যালয় ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়ার উদ্বোধন
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী)সংবাদদাতা: পটুয়াখালী মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয়ে ৩দিনব্যাপী ৫৪তম বার্ষিক ক্রিড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার(২৪ জানুয়ারি) সকাল দশটায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এ প্রতিযোগিতার সূচনা করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি) মোঃ মাহফুজুর রহমানের সঞ্চালনায় এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন চরখালি সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আযম খান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক। এ সময় এখানে আরো উপস্থিত ছিলেন,ঢাকার সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সরকারি শিক্ষক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন খান,শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আয়ূব খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ মৃধা,সহকারী পধান শিক্ষক মোঃ জয়নাল আবেদিন(অবঃ),সহ স্থানীয় গণমানুষ ব্যক্তিবর্গ। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় অর্ধশত ইভেন্টে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানা যায়। আগামী ২৬ শে জানুয়ারি এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।