রিপন মাহমুদ, পিরোজপুরঃ ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানে পিরোজপুরে
গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। সোমবার (৫
জানুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন
উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা
কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।
উদ্বোধন শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য
র্যালি বের করা হয়। র্যালিতে আনসার ও ভিডিপি সদস্য, কর্মকর্তা-
কর্মচারীসহ বিভিন্ন স্তরের নারী ও পুরুষ অংশ নেন। র্যালিটি শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো:
জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল
আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস
মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী,
মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা
ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, ভান্ডারিয়া উপজেলা জিডিপি
কর্মকর্তা কণিকা শিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নের
অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন উন্নয়নমূলক
কর্মকান্ডে এ বাহিনীর অবদান উল্লেখযোগ্য।
ভিডিপি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আনসার ও
ভিডিপি সদস্যদের দায়িত্ববোধ ও পেশাদারত্ব আরও জোরদার হবে বলে আশা
প্রকাশ করেন সংশ্লিষ্টরা।