বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পিরোজপুরে ভিডিপি দিবস পালিত

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

রিপন মাহমুদ, পিরোজপুরঃ ‎‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ স্লোগানে পিরোজপুরে
গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। সোমবার (৫
জানুয়ারি) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে বেলুন
উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা
কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত।

‎উদ্বোধন শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য
র‍্যালি বের করা হয়। র‍্যালিতে আনসার ও ভিডিপি সদস্য, কর্মকর্তা-
কর্মচারীসহ বিভিন্ন স্তরের নারী ও পুরুষ অংশ নেন। র‍্যালিটি শহরের
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো:
জোবায়ের হোসেন, নাজিরপুর উপজেলা ভিডিপি কর্মকর্তা সিরাজুল
আমিন, ইন্দুরকানি উপজেলা ভিডিপি কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস
মৃধা, কাউখালী উপজেলা ভিডিপি কর্মকর্তা শুভাশিস চক্রবর্তী,
মঠবাড়িয়া উপজেলা ভিডিপি কর্মকর্তা রুশান খান, নেছারাবাদ উপজেলা
ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন, ভান্ডারিয়া উপজেলা জিডিপি
কর্মকর্তা কণিকা শিকদার।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নের
অগ্রযাত্রায় আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন উন্নয়নমূলক
কর্মকান্ডে এ বাহিনীর অবদান উল্লেখযোগ্য।

‎ভিডিপি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আনসার ও
ভিডিপি সদস্যদের দায়িত্ববোধ ও পেশাদারত্ব আরও জোরদার হবে বলে আশা
প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর