সর্বশেষ :
প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র পাঁচ দিনেই ৩০৬ কোটির ঘরে ‘ধুরন্ধর’ নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার শ্রাবন্তী বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না: তথ্য উপদেষ্টা শাকিবের সিনেমা নিয়ে অভিযোগ করলেন অপু বিশ্বাস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মোরেলগঞ্জে হরিসভা মন্দিরে  বিশেষ প্রার্থনা   বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জ মাসিক আইন শৃঙ্খলা ও ইলিশ সংরক্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ৮৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ: পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা ট্যাক্স ফোর্স কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ) উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে প্রস্তুতি সভা
অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম,মির্জাগঞ্জ সেনা ক্যাম্প সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ রাসেল,মৎস অফিসার মো: মাহফুজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুলাহ আল মামুন। আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক মুন্সি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি,যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার মনজু বিশ্বাস,
উপজেলা জামায়াত ইসলামী সাবেক আমীর মাও মুঃ সিরাজুল ইসলাম,মির্জাগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি কামরুজ্জামান জুয়েল,সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্যরা।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে  ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন এই সময়ে সারাদেশে ইলিশ মাছ ধরা, বিক্রি,পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। বক্তারা বলেন,প্রজনন মৌসুমে ইলিশ মাছ ডিম ছাড়ে এবং এই সময় মাছ ধরা বন্ধ রাখলে ইলিশের  উৎপাদন বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরো খবর