শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিপিএল আয়োজনের দৌড়ে ৫ প্রতিষ্ঠান, ৪টিই বিদেশি!

প্রতিনিধি: / ৪০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বিপিএলের সর্বশেষ আসর আয়োজনে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। নানা সমস্যায় জর্জরিত ছিল পুরো বিপিএল। যে কারণে আগামী বিপিএল আয়োজনে যেন এসব সমস্যার সম্মুখিন হতে না হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, সে কারণে বিপিএল আয়োজনের দায়িত্ব কোনো প্রখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিতে চায় বিসিবি। সে লক্ষ্যে গত ১০ই জুলাই টেন্ডার আহ্বান করেছিল বিসিবি। যেটাকে তারা নাম দিয়েছে ‘এঙ্প্রেশন অব ইন্টারেস্ট (ইওআই)’। বেধে দেয়া সময়ের মধ্যে মোট পাঁচটি প্রতিষ্ঠান ইওআই জমা দিয়েছে বিসিবির কাছে। আজ এসব নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে বিসিবি। যেখানে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর আবেদনগুলো উপস্থাপন করা হয়। বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিসিবির চাহিদা অনুসারে সময়মত বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে।’ বিজ্ঞপ্তিতে সেই ৫ প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে। তারা হচ্ছে-
১. এপেঙ্ স্পোর্টস কনসাল্টিং
২. আইএমজি
৩. রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসোলিউট লিজেন্ডস স্পোর্টস
৪. দ্য আইপিজি গ্রুপ এন্ড মাইন্ড ট্রি লিমিটেড
৫. ট্রান্সপোর্টস গ্রুপ।

বিসিবি জানিয়েছে, এই ৫টি প্রতিষ্ঠানের মধ্যে চারটিই আন্তর্জাতিক এবং অন্যটি দেশীয় এবং আন্তর্জাতিক মিশেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিল এই আবেদনগুলো যাচাই-বাছাই করে সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠানটির হাতেই তুলে দেবে বিপিএল আয়োজনের দায়িত্ব।


এই বিভাগের আরো খবর