অজি ওসবার্নের শেষ বিদায় অনুষ্ঠিত হলো ইংল্যান্ডের বার্মিংহামে। গত বুধবার তার অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজিত হয় এক আবেগঘন পরিবেশে। হাজারো ভক্ত, পরিবারের সদস্য এবং রক সংগীতের কিংবদন্তিরা অংশ নেন এই বিদায়ে। উপস্থিত ছিলেন অজির স্ত্রী শ্যারন ওসবার্ন এবং তাদের সন্তান কেলি, জ্যাক, এমি ও লুইস। বিকেল ১টায় শুরু হয় অজির শেষযাত্রা। একটি গাড়িতে করে তার মরদেহ বহন করা হয় বার্মিংহামের ব্রড স্ট্রিট দিয়ে। সঙ্গী ছিল স্থানীয় ব্রাস ব্যান্ড ‘বস্টিন ব্রাস’। গাড়িটি থামে ‘ব্ল্যাক সাবাথ ব্রিজ’ ও ‘ব্ল্যাক সাবাথ বেঞ্চ’-এ, যা ইতিমধ্যে অজিকে ঘিরে স্মৃতির স্থান হয়ে উঠেছে। ৭৬ বছর বয়সে ২২ জুলাই মৃত্যুবরণ করেন এই রক কিংবদন্তি। শ্যারন ওসবার্ন ছিলেন চোখেমুখে স্পষ্ট শোকের ছাপ নিয়ে। ছেলে জ্যাক ও মেয়ে কেলিকে পাশে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং উপস্থিত ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভক্তরা অজির প্রতি ভালোবাসা জানিয়ে রেখে যান মোমবাতি, ফুল ও নানা স্মৃতিচিহ্ন। দুর্লভভাবে প্রকাশ্যে আসেন এমি ওসবার্ন। কালো পর্দা ও ক্যাপ পরে মা শ্যারন এবং ভাইবোনদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন তিনি। কেলির সঙ্গে হাত ধরে কাঁদতে কাঁদতে বাবাকে শেষ শ্রদ্ধা জানান এমি। ‘দ্য ওসবার্নস’ নামের এমটিভি রিয়েলিটি শোতে অংশ নেননি এমি। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষে একটি বিবৃতিতে বলেছিলেন, ‘শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয় আমাদের দুঃখ। আমাদের প্রিয় অজি ওসবার্ন আজ সকালে পৃথিবী ছেড়ে চলে গেছেন। তিনি পরিবারের পাশে ছিলেন, ভালোবাসায় ঘেরা ছিলেন। আমরা সবার কাছে পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাই।’ সার্বজনীন বিদায়ের পর আয়োজিত হয় একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া। সেখানে অংশ নেন সংগীতজগতের বহু তারকা। এর মধ্যে ছিলেন জনপ্রিয় ব্যান্ড মেটালিকার সদস্যরাও। বার্মিংহাম সিটি কাউন্সিল এই বিদায়ের জন্য ব্রড স্ট্রিট সাময়িকভাবে বন্ধ করে দেয় এবং বাস ও ট্রামের রুট পরিবর্তন করে। তারা জানিয়েছে, ওসবার্ন পরিবারকে সম্মান জানাতে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও সুশৃঙ্খল বিদায়ের ব্যবস্থা করা হয়। বার্মিংহামের বুকে নিজের শহরেই শেষ নিঃশ্বাসের পর অজি ওসবার্ন যেন রেখে গেলেন একটি দীর্ঘকালীন প্রভাব। ভক্তদের হৃদয়ে অমর হয়ে রইবেন তিনি। তাকে স্মরণ করে বারবার ফিরে আসবে সেই গান, সেই গর্জন, সেই বিদ্রোহী কণ্ঠ- যা রক সংগীতকে যুগে যুগে আন্দোলিত করেছে।