শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের সচেতন নাগরিক সমাজের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের ৪টি সংসদীয় আসন থেকে একটি আসন বাদ দিয়ে বর্তমান নির্বাচন কমিশন যে অন্তরায় সৃষ্টির প্রয়াস করেছেন সেখান থেকে উত্তরণের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মনিরুল হক ফারাজি, বিএনপি নেতা এসকেন্দার হোসেন, মঈন উদ্দিন আহমেদ ময়েন প্রমূখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার বাগেরহাট জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখে দেশ ছেড়ে পালিয়েছেন। বর্তমান নির্বাচন কমিশন এরকম একতরফাভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। বাগেরহাটবাসী কোনভাবেই এই অন্যায় সিদ্ধান্ত মেনে নিবে না যদি ৫ই আগস্ট এর মধ্যে এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল না করা হয় তাহলে দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। ফ্যাসিবাদ মুক্ত সরকার গণঅভ্যুত্থানের মাসে জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে আগামী ৫ আগস্ট এর মধ্যে সিদ্ধান্ত বাতিল করে বাগেরহাট বাসীর প্রত্যাশা পূরণ করবে বলে সংবাদ সম্মেলনে জানান বাগেরহাটের সচেতন নাগরিক সমাজ।

উল্লেখ্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিটির প্রস্তাব অনুযায়ী, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত এসেছে। যেসব জেলায় ভোটার সংখ্যা কম, সেখানে আসন কমিয়ে আনার এবং যেখানে বেশি, সেখানে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তারই অংশ হিসেবে বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা নতুন করে নির্ধারণের সম্ভাবনার কথা জানানো হয়। নতুন বিন্যাসে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) হতে।#


এই বিভাগের আরো খবর