শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘ইত্যাদি’র বিশেষ সংকলিত পর্ব আসছে টেলিভিশনের পর্দায়

প্রতিনিধি: / ৩৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ সংকলিত পর্ব আবারও আসছে টেলিভিশনের পর্দায়। আজ শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে এই পর্বটি। প্রচার শুরু হবে রাত ৮টার বাংলা সংবাদের পর। এটি ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল। ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামনে বুড়িগঙ্গা নদীর তীরে এক উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল পর্বটি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন বরাবরের মতো হানিফ সংকেত। আহসান মঞ্জিল শুধু স্থাপত্য নয়, ঐতিহাসিক গুরুত্বেও অনন্য। এক সময় এটি ছিল ঢাকার নবাবদের রাজপ্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর। এই সংকলিত পর্বে থাকছে বৃষ্টিভেজা একটি আবেগঘন গান, যেটি পরিবেশন করেছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রয়াত আলী আকবর রুপু। অনুষ্ঠানের অন্যান্য অংশে থাকছে নীলফামারীর সীমান্তবর্তী গ্রাম ডিমলার প্রতিবন্ধী নারী বানু আক্তারের সংগ্রামী জীবনের গল্প। নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেন ও তাঁর ‘আম চিঠি’ প্রকল্প নিয়েও থাকছে একটি ব্যতিক্রমী প্রতিবেদন। রয়েছে নিদর্শন সংগ্রাহক আবদুস সামাদ মণ্ডলের সংগ্রামী জীবনের অনুপুঙ্খ বিবরণ। যিনি জীবনের অর্ধেক সময় কাটিয়েছেন দেশের প্রাচীন নিদর্শন সংগ্রহে। পাশাপাশি দর্শক দেখতে পাবেন ভারতের আগ্রা থেকে প্রেরিত তাজমহলবিষয়ক একটি বিদেশি তথ্যচিত্র। সংকলিত পর্বে থাকছে ‘ইত্যাদি’র বিভিন্ন সময়ের জনপ্রিয় নাট্যাংশ, যেগুলো সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয়বস্তু নিয়ে তৈরি। দর্শকদের পছন্দের বিভাগ যেমন নানি-নাতি, মামা-ভাগনে, দর্শক পর্ব ও চিঠিপত্রও থাকছে এই পর্বে।


এই বিভাগের আরো খবর