শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান সুইডেনের

প্রতিনিধি: / ১০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

বিদেশ : গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। বৃহস্পতিবার তিনি ক্রিস্টারসন এঙ্-পোস্টে বলেছেন, ‘গাজার পরিস্থিতি একেবারেই ভয়াবহ। ইসরায়েল জরুরি সাহায্যের ক্ষেত্রে তার সবচেয়ে মৌলিক বাধ্যবাধকতা এবং চুক্তিগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে।’ ‘তাই সুইডেন দাবি করছে, ইউরোপীয় ইউনিয়ন যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসোসিয়েশন চুক্তির বাণিজ্য অংশটি স্থগিত করুক।’ ক্রিস্টারসন আরও উল্লেখ করেন, একই সঙ্গে ইসরায়েলি সরকারকে ‘গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা’ প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান। গত ২৭ মে থেকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সমপ্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চলজুড়ে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।


এই বিভাগের আরো খবর